স্টাফ রিপোর্টার:সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ পালিত হয়েছে।সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদকে সামনে রেখে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথ আয়োজনে বুধবার সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের ডিডি সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি সঞ্জীত কুমার দাস প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ জন প্রতিবন্ধীকে সাদাছড়ি ও সমাজসেবা ভুক্ত ২৩ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা,সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রোকনূজ্জামান।
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
৫৭
পূর্ববর্তী পোস্ট
