Home » সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৩১ ভিউস

স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার সহযোগিতায় বুধবার সকালে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট এবং (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন।পরে জেলা অফিসার্স ক্লাবে সেমিনারে জেলা প্রশাসক বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নতুন নতুন বিষয় উদ্ভাবন করেছে। লেখাপড়ার পাশাপাশি মেধা যাচাইয়ের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে বহু কিছু করা সম্ভব। প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ হাতের মুঠোয়। বিজ্ঞান ও প্রযুক্তি সমান্তলে এগিয়ে নিতে পারলে আগামীতে দেশ অনেক উন্নত হবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল উল্লাহ প্রমুখ। এবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে মোট ৩৮ টি স্টল স্থান পেয়েছে। এ সময় প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাসেল মাহমুদ।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।