Home » সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন।। ভাইস চেয়ারম্যান সেক্রেটারী সহ ৭ পদে ২৬ জনের মনোনয়নপত্র গ্রহণ

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন।। ভাইস চেয়ারম্যান সেক্রেটারী সহ ৭ পদে ২৬ জনের মনোনয়নপত্র গ্রহণ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১০১ ভিউস

স্টাফ রিপোর্টারঃ আগামী ১০ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন প্রার্থীরা।সোমবার সকাল ১০ টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটি অফিসে মনোনয়নপত্র বিতরণ করা হয়।নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার কাজ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনে ৭ টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৬ জন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।তারা হলেন, অধ্যাপক মোজাম্মেল হোসেন,সাবেক মেয়র তাজকীন আহমেদ চিশতি,সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন,এড কামরুজ্জামান ভুট্টো,এড আজিজুল ইসলাম,মোঃ আজিজুর রহমান। সেক্রেটারী পদে ৪ জন। তাঁরা হলেন,সাবেক মেয়র তাজকীন আহমেদ চিশতি,সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন,প্রভাষক মুহা ওমর ফারুক,প্রভাষক শেখ শরিফুল ইসলাম ও সদস্য পদে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবার নির্বাচনে ১৭৫১জন আজীবন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে পুরুষ ভোটার ১৬১৯ ও নারী ভোটার ১৩২ জন। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন জন কল্যানে কাজ করে আসছে। তবে এই প্রতিষ্ঠানের আজীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটার মাধ্যমে পরিচালনা করার কথা থাকলে ও মনগড়া কমিটির মাধ্যমে এটি পরিচালিত হতো। প্রতিষ্ঠানটি পরিচালনা পরিষদে থাকবে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারী ও সাধারণ সদস্য থাকবে ৫ জন। পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান থাকবে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান। বাকি পদগুলি আজীবন সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত। রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন আগামী ১০ নভেম্বর সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। নির্বাচন দিন বুথ সাজসজ্জা ব্যবস্থা রাখা হয়েছে। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যাচাই- বাছাইয়ে পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।