স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ কে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন দেবহাটা উপজেলা বিএনপি। মঙ্গলবার রাতে পারুলিয়া বিএনপির দলীয় কার্যালয়ে সাতক্ষীরা (সদর ও দেবহাটা) ২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের উপস্থিতিতে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধাঃ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপির অন্যতম নেতা পারুলিয়া ইউপি বারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বক্তারা বলেন, দেবহাটা উপজেলা বিএনপির মধ্যে কোন বিভাজন গ্রুপিং নাই। আমরা সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিশ্বাসী। আমাদের নির্বাচনী দলীয় প্রতীক ধানের শীষ। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ পায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশা নায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দাফা কর্মসূচি হাতে নিয়েছেন। মনে রাখতে হবে ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব আব্দুর রউফকে বিজয়ী করতে হবে।
ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ কে বিজয়ী করতে দেবহাটা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ
৩৯
