স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।”মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” ও জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে মঙ্গলবার সকাল ১০ টায় কলেজের সম্মেলন কক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহাঃ আবুল খায়ের। উপস্থিত ছিলেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ লায়েকউজ্জামান, উপপরিদর্শক মোঃ রুহুল আমিন প্রমুখ।বিচারক জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন, পাসপোর্ট অফিসের ডিডি মোঃ আজমল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য সাকিবুর রহমান বাবলা। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সকল শিক্ষক -শিক্ষার্থী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
৭৭
