স্টাফ রিপোর্টারঃ তালা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধারকৃত অবৈধ চিংড়ি (রেনুপোনা) শালিকা নদীতে অবমুক্ত করা হয়েছে। জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন রবিবার দুপুরে চিংড়ি রেনু পোনা অবমুক্ত করেন। তিনি এসময় বলেন, পুলিশ সাধারণ মানুষের ভালো রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদকদ্রব্য, চোরাকারবারী নিয়ন্ত্রণের পাশাপাশি সকল অবৈধ পন্য বন্ধের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তালা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে প্লাষ্টিকের কৌটায় ১৭,৫০০ (সতের হাজার পাঁচশত) অবৈধ চিংড়ি (রেনুপোনা) আটক করে। ওই পোলা জনসাধারণের জন্য শালিকা নদীতে অবমুক্ত করা হলো। এ সময় উপস্থিত ছিলেন তালা ও পাটকেলঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, তালা থানার ওসি শাহীন রহমান সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।
পুলিশের অভিযানে উদ্ধার রেনুপোনা শালিকা নদীতে অবমুক্ত করলেন অতিঃ পুলিশ সুপার মুকিত হাসান
১১৩