Home » পুলিশের অভিযানে উদ্ধার রেনুপোনা শালিকা নদীতে অবমুক্ত করলেন অতিঃ পুলিশ সুপার মুকিত হাসান

পুলিশের অভিযানে উদ্ধার রেনুপোনা শালিকা নদীতে অবমুক্ত করলেন অতিঃ পুলিশ সুপার মুকিত হাসান

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৭৮ ভিউস

স্টাফ রিপোর্টারঃ তালা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধারকৃত অবৈধ চিংড়ি (রেনুপোনা) শালিকা নদীতে অবমুক্ত করা হয়েছে। জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন রবিবার দুপুরে চিংড়ি রেনু পোনা অবমুক্ত করেন। তিনি এসময় বলেন, পুলিশ সাধারণ মানুষের ভালো রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদকদ্রব্য, চোরাকারবারী নিয়ন্ত্রণের পাশাপাশি সকল অবৈধ পন্য বন্ধের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তালা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে প্লাষ্টিকের কৌটায় ১৭,৫০০ (সতের হাজার পাঁচশত) অবৈধ চিংড়ি (রেনুপোনা) আটক করে। ওই পোলা জনসাধারণের জন্য শালিকা নদীতে অবমুক্ত করা হলো। এ সময় উপস্থিত ছিলেন তালা ও পাটকেলঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, তালা থানার ওসি শাহীন রহমান সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।