Home » সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩০ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজনে এবং (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিঃ সচিব মোঃ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি চেক বিতরণ কালে বলেন,সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার অসহায় হয়ে পড়ে। সেই পরিবারের নেমে আসে দুর্বিসহ অবস্থা। পরিবারের আয়ের একমাত্র মাধ্যম হারিয়ে গেলে যা হয়। সরকার ঐ পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই উদ্যোগের কথা মানুষের মাঝে প্রচার করতে হবে। সড়কে ফিটনেস বিহেন গাড়ি চলাচল করতে দিতে পারি না। এগুলি যেমন দুর্ঘটনার কবলে পড়ে তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্ঘটনা রোধ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপ-পরিচালক ইঞ্জিঃ ফারুক আহমেদ, সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক উসমান সরওয়ার আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি মোঃ নাভিল হোসেন তামীম,বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিকাল এসিস্টান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারি নাসিরউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিআরটিএর ট্রাষ্টি বোর্ডের সহায়তায় মঞ্জুরীকৃত অর্থ ৫ নিহতের পরিবারের ৫ লাখ টাকার চেক নাজমা খাতুন, শোহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুনকে, এবং আহত জুলফিকার আলমের ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।