স্টাফ রিপোর্টার :সাতক্ষীরায় পিক-আপের ধাক্কায় ১ ভ্যান চালকের করুণ মৃত্যু হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনা টি শুক্রবার সকালে সাড়ে ৭ টার সাতক্ষীরা আশাশুনি সড়কের দহাকুলা ভাটার মোড়ে ঘটে। নিহত ভ্যানচালক সুলতান আলী(৫৬)। তিনি আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, সকালে সুলতান আলী ভ্যান নিয়ে সাতক্ষীরার দিকে আসছিল অপরদিকে আশাশুনি থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি পিক সজোরে ভ্যানে ধাক্কা দিলে ভ্যান থেকে পড়ে ঘটনা স্থলেই মারাযান।স্থানীয়দের সহায়তায় পিকআপ ও ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। পুলিশ লাশ উদ্ধারপূর্বক সুরাত হাল শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।সদর থানার ওসি মোঃ শামিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাপসানঃ সাতক্ষীরায় পিক-আপের ধাক্কায় ভ্যানচালক সুলতান আলীর মৃত্যু।
সাতক্ষীরায় পিক-আপের ধাক্কায় ভ্যানচালক সুলতান নিহত
৯২