মীর আবু বকরঃ সাতক্ষীরায় টাইফয়েড প্রতিরোধে টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এঐ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবে আহ্বায়ক মনিরুল ইসলাম মিনি,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার, ডা ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপার শেখ আব্দুল বাকি প্রমুখ।প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জানান,টাইফয়েড মূলত দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়। টাইফয়েড জ্বর থাকে শিশুদের সুরক্ষা দিতে সরকার টিসিভি টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।শিশুর বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সারাদেশে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে।
সাতক্ষীরায় টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক প্রেস ব্রিফিং
১২