তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বজ্রপাতে এক মৎস্য ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ( ১৬ জুন ) বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মৎস্য ঘের ব্যবসায়ী হলেন, কাঠবুনিয়া গ্রামের বামছারাম মন্ডল ছেলে ললিত মন্ডল (৫০)।
কাঠবুনিয়া গ্রামের উজ্জল মন্ডলসহ একাধিক ব্যক্তি জানান, ললিত মন্ডল কাঠবুনিয়া গ্রামের বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় হটাৎ বজ্রাপাতের তিনি গুরুতর আহত হন। স্থানীয় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার তালায় বজ্রপাতে এক মৎস্য ঘের ব্যবসায়ী নিহত
১৫১