স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দিঘিতে মৎস্য পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, যুবদলের নেতা তরিকুল ইলমাম কল্লোল,পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন,সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।মাছের পোনা অবমুক্ত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌর দিঘিতে মৎস্য পোনা অবমুক্ত
৬৮
পূর্ববর্তী পোস্ট
