স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বেলুন ফেস্টুন উড়ানো র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে।”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথ উদ্যোগে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, টিআই মোঃ আজিজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সদর উপজেলা বাজাজ সিএনজি অটোটেম্পু মালিক ও ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, ক্লান্তি ,অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না। কোনভাবেই মোবাইলে কথা বলা অবস্থায় গাড়ি চালাবেন না। দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। চালকদের পাশাপাশি পথচারীদের সতর্ক থাকতে হবে। মোটরসাইকেল চালানোর পূর্বে মাথায় হেলমেট ব্যবহার করবেন।বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনের প্রশংসা করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনা সভা শেষে কয়েক জন চালককের মাঝে হেলমেট বিতরণ করা হয়।এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি ও বেলুন ফেস্টুন উড়িয়ে নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
১২২
পূর্ববর্তী পোস্ট
