স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পুলিশের পোষাক পরে দাঁড়িপাল্লার নির্বাচনী পথসভায় সংগীত পরিবেশন করে বরখাস্ত হলেন এএসআই কারী মহিবুল্লাহ। তিনি বর্তমানে যশোর জেলায় কর্মরত রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ শে নভেম্বর ১৫ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি নড়াইলে যেতে চান। সেই সুযোগে গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা শহরের আমতলায় দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোষাক পরিহিত অবস্থায় ইসলামী সংগীত পরিবেশন করেন। এতে পুলিশের পেশাদারিত্ব এবং ভাব-মূর্তি ক্ষুন্ন করেছে। বিষয়টি রেঞ্জ ডিআইজ, খুলনা ও পুলিশ সুপার, যশোরকে লিখিতভাবে জানানো হয়েছে। উক্ত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, নির্বাচনী পথসভায় ওয়ার্ড জামাতের আমির মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শহর জামাতের সেক্রেটারি খোরশেদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাতক্ষীরায় পুলিশের পোষাক পরে দাঁড়িপাল্লার নির্বাচনী পথসভায় সংগীত পরিবেশন।। বরখাস্ত হলেন এএসআই মহিবুল্লাহ
১৬২
