মীর আবু বকরঃ সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ,পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি রওশান আরা জামান, জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, পৌর সভার সিইও মোঃ আছাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন কারেমী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,জেলা আনসার কমান্ডেট মোঃ আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার,ডাঃ সুমনা প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার,প্রধান শিক্ষক, ইমাম, সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুর এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৯ম শ্রেণি/ সমমান শ্রেণি সকল শিক্ষার্থী।সাতক্ষীরা জেলায় ৫,০৫,৭৬৯ জনকে টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।এর মধ্যে স্কুলে ৩,৪০,০৮৬ (ছেলে-১,৬৯,২১৬/মেয়ে-১,৭০,৮৭০)+ কমিউনিটি- ১,৬৫,৬৮৩ (ছেলে-৮৪,৬২৯/মেয়ে- ৮১,০৫৪)।পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাঃ রাশেদুজ্জামান।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা
৩২
পূর্ববর্তী পোস্ট