স্টাফ রিপোর্টার : খুলনার আগামী ১৭ মে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টায় শহরের সঙ্গীতা মোড় সংলগ্ন পরিবহন কাউন্টারের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এ শুছেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড কামরুজ্জামান ভুট্টো, সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজিব,যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক সাধাঃ সম্পাদক এইচ আর মুকুল,যুবনেতা শফিউল আলম বাবু,আব্দুল আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মহাসিন আলম, রাজিবুল ইসলাম,সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রনেতা মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রনেতা আবু রায়হান, মনজুরুল আলম বাপ্পী, আসিফ মাহমুদ রিপন প্রমুখ। এসময় জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
৬