স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় শান্তি শৃঙ্খলা উন্নয়নের এবং সামাজিক জনসচেতনতা যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক ও গণভোটে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে কোন শিক্ষার্থী সময় অপচয় করেন না। লেখাপড়ার পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। প্রশিক্ষণকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পরিশ্রম ছাড়া কোন জাতির উন্নতি হতে পারে না।তিনি আরো বলেন, যুবরা পারে সমাজ পরিবর্তন করতে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মুক্তির পথ প্রশস্ত করতে হবে। সর্বোপরি জনগণকে গণভোট সম্পর্কে ধারণা দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মিথুন সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এইচএম মিজানুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমত আরা। বক্তব্য রাখেন উদ্যোক্তা মোহিনী তাবাসসুম, মাহমুদ হোসেন প্রমুখ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজিজুর রহমান।
সাতক্ষীরায় জনসচেতনতামূলক ও গণভোট উদ্বুদ্ধকরন সভা
১৪
পূর্ববর্তী পোস্ট
