স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র দুর্গাপূজা। বিগত বছরে ন্যায় দুর্গাপূজা উৎসব আনন্দমুখর করতে জেলা পুলিশের সর্বোচ্চ সহযোগিতা করবে। জেলার আট থানায় ৫৮৮ মন্ডপের পূজা অনুষ্ঠিত হবে। দীর্ঘ দিন সাতক্ষীরার মানুষের মধ্যে সম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন রয়েছে।পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সকল পূজা মন্ডপ সিসি ক্যামেরা থাকবে। এলইডি লাইটের ব্যবস্থা করতে হবে যেন বিদ্যুৎ না থাকলেও লাইট বন্ধ না থাকে। প্রতিটি কেন্দ্রে ভলেন্টিয়ার থাকবে তারা ডিউটি শেষে রেজিস্টার খাতায় স্বাক্ষর করবে। সাতক্ষীরায় কোন ঝুঁকিপূর্ণ মণ্ডপ নাই। নির্বিঘ্নে মানুষ পূজা অর্চনা পরিচালনা করবে। ঝুঁকিপূর্ণ মনে না করে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব উদযাপন করব। জেলা পুলিশের টিম সর্বদা আপনাদের পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান,ডিআইওঅন মোঃ হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক মিজানুর রহমান,পুলিশ পরিদর্শক মোঃ শাহজাহান আলী।
সাতক্ষীরায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
৩২