মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে বিচারের দাবিতে সাতক্ষীরা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও,ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’ এই স্লোগানকে সামনে নিয়ে জেলা মহিলা জামায়াতের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা সদস্য গুলশান আরা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় শূরা সদস্য জয়নাব পারভীন ও সহকারী সেক্রেটারী জয়নব তাহেরা বক্তারা বলেন, আছিয়া হত্যার মামলার রায় দ্রুত সময়ের মধ্যে দিতে হবে এবং আসামীদের মৃত্যুদণ্ড দিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। বিচারের দীর্ঘ সূত্রিতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধুমাত্র মৃত্যুদণ্ডের (ফাঁসি) বিধান করতে হবে।অন্তবর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করতে হবে।শিশু আছিয়াকে শুধু ধর্ষণ করা হয়নি হত্যাও করা হয়েছে। এ সময় কয়েক শত নারীকর্মী উপস্থিত ছিলেন।
ক্যাপসানঃ সাতক্ষীরায় আছিয়া হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন উপস্থিত নারী কর্মীরা।