স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনকারী সেবা মূলক সংগঠন স্টিউডেন্টস ট্যালেন্টে এ্যাসিস্ট্যানস ফোরাম স্টাফের নবগঠিত কমিটির অভিষেক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।স্টাফের আয়োজনে শনিবার রাতে শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে সংগঠনের সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধাঃ সম্পাদক শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স্টাফের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ আক্তারুজ্জামান,অধ্যক্ষ এমদাদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কামরুজ্জামান রাসেল, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হক, অডিটর শেখ সিদ্দিকুর রহমান, ডাঃ অপূর্ব মজুমদার, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়,ফারহা দিবা খান সাথী, প্রধান শিক্ষক আমিনুর রহমান,প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যাংক ম্যানেজার অহিদুজ্জামান, প্রধান শিক্ষক শাহাজান আলী, মারুফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, স্টাফ সেবামূলক শিক্ষা সংগঠন। দীর্ঘদিন স্টাফ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর জন্য কাজ করে যাচ্ছে। দুস্থ অসচ্ছল শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষার্থীদের নগত অর্থ, বই-খাতা, ব্যাক সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছে। মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে স্টাফের কার্যক্রম কে স্থগিত করে রাখা হয়েছিল। শিক্ষার্থীরা আগামীতে বিগত দিনের ন্যায় বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে। আসুন আমরা অভিষেকের মাধ্যমে নতুন কমিটিকে এগিয়ে নিয়ে যায়। এসময় স্টাফের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় অভিষেকের মাধ্যমে আবার ও যাত্রা শুরু করলো স্টাফ
৩০