স্টাফ রিপোর্টার: ভারত থেকে সীমান্ত দিয়ে পুশইন কৃত এক ব্যক্তির পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা ভারত সীমান্তে ইছামতি নদীতে ঘটে। মৃত বজলুর রহমানের বাড়ি কুড়িগ্রাম সদরের ফুলবাড়িয়া গ্রামে তিনি পরিবারসহ ভারতে হরিয়ানা বসবাস করতেন। মৃতের স্ত্রী মঞ্জু আরা জানান, ৫ দিন আগে ভারতের হরিয়ানা পুলিশ স্বামী বজলু, পুত্র সবুজ, শাকিল,সজীব ও কন্যা খাদিজা সহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আটক রাখে। কোন প্রকার খাওয়া না দিলেও নিজেদের কাছে থাকা সকল পূর্ণ সামগ্রী ছিনিয়ে নেয়। মঙ্গলবার গভীর রাতে নদী দিয়ে পার হয়ে যেতে বলে। স্বামী ছোট ছেলে ২ টা নিয়ে সাঁতার দিতে থাকে বাকিরা ও সাঁতার দিয়ে পার হওয়ার চেষ্টা করি। একটা সময় স্বামী পানিতে ডুবে যেতে থাকে বাচ্চা দুটি বড় ভাই বোন নিয়ে পার হয়। স্ত্রীর মর্জিনা স্বামী বজলুকে নিয়ে অতি কষ্টে কিনারায় পৌছায়। সকাল হলে স্থানীয়দের সহায়তায় সাতক্ষীরা সদর হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ শামিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সীমান্ত দিয়ে পুশইন কৃত এক ব্যক্তি পানিতে ডুবে মৃত্যু
১১২
