স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মিজানুর রহমান শরিফ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতানা পারভিন প্রমুখ।সভা শেষে ২৫০/২৬০ জন শিক্ষার্থী মাঝে মাদকের ক্ষতিকর দিক নির্দেশনামূলক লিফলেট খাতা,ফেস্টুন,এক্লিভ বোর্ড বিতরণ হয়। এসময় প্রতিষ্ঠানটির মাদকবিরোধী প্রচারনা কমিটির সদস্যবৃন্দ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাদকবিরোধী আলোচনা
১০৭
