Home » সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।। শিক্ষা অধিদপ্তরের হস্তক্ষেপ জরুরী

সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।। শিক্ষা অধিদপ্তরের হস্তক্ষেপ জরুরী

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৯৩ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক না থাকায় তিনি বিধি বহির্ভূত ভাবে কাজ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের পাড়ে ১৯৪৮ সালের স্থাপিত হয় ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়। ১৯৬৮ সালে জাতীয়করণের মাধ্যমে বিদ্যালয়টি পূর্ণতা লাভ করেন। দীর্ঘ ৭৬ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগতমান উন্নয়নে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছিল। বিগত বছরে প্রতিষ্ঠান জেলার মধ্যে একাধিকবার ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। কিন্তু বিগত দেড় বছর শিক্ষার মান বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দাবি প্রধান শিক্ষক না থাকায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে ১৭ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক দেড় বছরের ৩ জন ভারপ্রাপ্ত প্রদান শিক্ষকের দায়িত্ব পালনে প্রতিষ্ঠান টি বেহাল দশায় পরিণত হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, সিনিয়র শিক্ষক আলাউদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অথচ তার সমমান ১৪ জন সিনিয়র শিক্ষক কর্মরত রয়েছে। তিনি দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় এই অবৈধ সুযোগ গ্রহণ করেছে। ফলে শিক্ষকদের মধ্যে নেতৃত্ব নিয়ে চরম বিরোধ দেখা দিয়েছে। শুধু তাই নয় শিক্ষা অধিদপ্তরকে না জানিয়ে নিয়মবহির্ভূতভাবে এক ফান্ডের অর্থ অন্য ফান্ডে খরচ করছে। সরকারি বরাদ্দকৃত বিজ্ঞান শিক্ষার যন্ত্রপাতি বিজ্ঞান শিক্ষক না নিয়ে অফিস সহকারীর মাধ্যমে ক্রয় করেছেন। শিক্ষার্থীদের রুমে ফ্যান না থাকলেও তাদের অর্থে ক্রয়কৃত এসি নিজের রুমে লাগিয়েছেন। নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রশংসাপত্রের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা নিয়েছেন। বর্তমানে বিদ্যালয়ের চেন অপ কমান্ড ভেঙ্গে পড়েছে। বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, অত্র প্রতিষ্ঠানে প্রভাতী শাখায় ১০০৫ দিবা শাখায় ৯২৮ মোট ১৯৩৩ জন শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন ৪৭ জন। ইংরেজি ও গণিত বিভাগের ২ জন সহকারী শিক্ষক শূন্য রয়েছে। শুধু তাই নয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ২ টি সহ মোট ৩ টি প্রশাসনিক পদ শূন্য রয়েছে। অথচ ১ কিলোমিটারের মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সহ ৩ টি প্রশাসনিক পদ পূরন রয়েছে। প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রতিষ্ঠানে কোন অনিয়ম করিনি। আগের চেয়ে লেখাপড়ার মান ভালো। যিনি প্রধান শিক্ষক দায়িত্ব নিবেন তার বিরুদ্ধে লেখালেখি হবে। সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদ পূরণ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারীরা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।