Home » সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে সার্জন ডাঃ আব্দুস সালামের মহতি উদ্যোগ

সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে সার্জন ডাঃ আব্দুস সালামের মহতি উদ্যোগ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৯৬ ভিউস

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জেলা বাসির স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগ বাস্তবায়ন হলে নিঃসন্দে জেলা বাসি স্বাস্থ্য সেবার মান আরো উন্নত হবে। সাতক্ষীরায় ২০ লক্ষ অধিক নাগরিকদের দুটি হাসপাতাল প্রধানত সেবা প্রদান করেন। একটি সাতক্ষীরা সদর হাসপাতাল অপারেটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটি সম্পূর্ণ সেবা প্রদান কার্যক্রম চালু থাকলেও সদর হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা কম নয়। সদরে স্বল্প সংখ্যক চিকিৎসক থাকলেও রোগীর সংখ্যা অনেক বেশি। মেডিকেল কোন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক থাকলেও সদরে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা একেবারেই অপ্রতুল্য। স্বল্প সংখ্যক চিকিৎসক সদর হাসপাতালে সেবা প্রদান করে যাচ্ছে। সিভিল সার্জন যোগদানের পর নিজস্ব উদ্যোগে হাসপাতালে সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতিক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অবাদ বিচরণ,হাসপাতালে ঔষধ সরবরাহ, এবং রোগীর টেস্টের বিষয় নিয়ে সমালোচনা দেখা দেয়। এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জরুরী সভার আহবান করেন। সভায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সদর হাসপাতালে যে সকল টেস্ট আছে সেগুলো রোগীদের এখান থেকে করতে হবে। ওই টেস্ট বাহির থেকে করলে আপনারা সেটা পরিহার করার চেষ্টা করবেন। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ আছে। চিকিৎসাধীন রোগীদের সকল ঔষধ হাসপাতাল থেকে প্রদান করবে। হাসপাতালের ইমারজেন্সি বিভাগে কর্তব্য চিকিৎসকই রুগীর সেবা দেবেন।হাসপাতাল চত্বরে সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত কোন ঔষধ কোম্পানির প্রতিনিধি থাকবে না।হাসপাতালে ভর্তি রোগীদের ঔষধের জন্য আর কষ্ট করতে হবে না। সাতক্ষীরা সিভিল সার্জনের মহাতি উদ্যোগ বাস্তবায়ন হলে জেলা বাসির স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন ঘটবে।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।