স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার আহমেদ,সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম,৩৩ বিজিবির উপ অধিনায়ক সাদমান, ডিডি এলজি মাসরুবা ফেরদৌস, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিসতি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব মাহাদী,মূখপাএ মোহিনী তাবাসসুম, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনতাসীর মামুন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, পৌর সভার সিইও ইসতিয়াক আহমেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম প্রমুখ। সভায় মাদক ও চোরা চালান প্রতিরোধ,যানজট নিরসন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা
১০২
পূর্ববর্তী পোস্ট