স্টাফ রিপোর্টারঃ আসন্ন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আইনজীবী সমিতির লাইব্রেরিতে এড মোঃ আকবর আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড জুলফিকার আলম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এড মোঃ আব্দুল মজিদ, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধাঃ সম্পাদক এড তোজাম্মেল হোসেন তোজাম, জিপি এড অসীম কুমার মণ্ডল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড শেখ আলমগীর আশরাফ, এড কামরুজ্জামান ভুট্টো, এড এবিএম সেলিম, এড গোলাম গনি দুদু, এড মোস্তফা জামান, এড আবু সাইদ রাজা, এড শহীদ হাসান, এড শাহরিয়ার হাসীব, এড জিএম ফিরোজ আহমেদ, এড জিয়াউর রহমান, এড ইব্রাহিম হোসেন, এড তারিক ইকবাল অপু, এড মিজানুর রহমান বাপ্পি, এড আয়ুব আলী, এড বায়েজিদ, এড সালাউদ্দিন, এড ওয়ালীউল্লাহ, এড আসাদুর রহমান বাবু, এড সুনীল কুমার মণ্ডল, এড এবাদুল হক প্রমুখ। বক্তারা আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান। এছাড়া জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এড নুরুল আমিন।
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়
৯
পূর্ববর্তী পোস্ট