স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার রোধেকল্পে সচেতনতা সৃষ্টিতে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তারা বলেন, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। মাদক দেশ ও জাতির শত্রু। বর্তমানে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারের জন্য মারাত্মক বোঝা। মাদকের অপব্যবহার রোধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক মুক্ত একটি জেলা গড়তে সকলকে সোচ্চার হতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুল ইসলাম,পিপি এড আব্দুস সাত্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েইব আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ। এ সময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার রোধেকল্পে সচেতনতা সৃষ্টিতে করণীয় শীর্ষক সেমিনার
৬৬
পূর্ববর্তী পোস্ট