স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।গতকাল জুম্মা বাদ মসজিদের সকল মুসল্লীদের সর্বম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন,সভাপতি মোঃ আব্দুস সালাম,সাধাঃ সম্পাদক মোঃ নূরুল হক। অন্যান্য নেতৃবৃন্দ হলেন,সিনিয়র সহ-সভাপতি অতিরিক্ত পিপি এড মোঃ আবু বক্কর সিদ্দিক,সহ-সভাপতি মোঃ আশরাফ আলী,মোঃ আক্তারুজ্জামান (মেঝ ভাই),মোঃ নওশের সরদার,মোঃ আব্দুস সেলিম (সেটেলমেন্ট),যুগ্ম সাধাঃ সম্পাদক আলহাজ্ব আবু তালেব (মাস্টার),মোঃ মিজানুর রহমান-ব্যাংকার,মোঃ আনিছুর রহমান (সুমি ভিলা),সহ যুগ্ম-সাধাঃ সম্পাদক মোঃ আব্দুস সেলিম,সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ আব্দুল জব্বার (ময়না),সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম কারিগর (নন্টু),অর্থ সম্পাদক প্রভাষক মোঃ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান,প্রচার সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম,সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল হান্নান,মসজিদ কল্যান সম্পাদক মোঃ রায়হান, পাঠাগার সম্পাদক মোঃ আব্দুল জলীল (পেশকার),কার্যকরী সদস্য হলেন যারা,মোঃ মিলন হোসেন, শেখ ফরিদ উদ্দিন,মোঃ জুলফিকার হোসেন (সবুজ),মোঃ সামছুল হুদা,মোঃ হায়াত আলী সানা,মোঃ বিপুল হোসেন,মোঃ নজরুল ইসলাম (স্টাটার)। উল্লেখ্য মসজিদ পরিচালনা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব মোঃমহসিন মোল্লা মুসল্লীদের সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন।
মধুমল্লারডাঙ্গী মসজিদের কমিটি গঠন সভাপতি আব্দুস সালাম, সাধাঃ সম্পাদক নুরুল হক
১৬১
