স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।”কৃষি সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা সদরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের অদূরে মোজাফফার গার্ডেন এন্ড রিসোর্ট অডিটোরিয়ামে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শোয়েইব আহমেদ সভাপতিত্বে স্বাগত বক্তব্য কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটনার কংগ্রেস সম্পর্কে বলেন, চাষাবাদ থেকে শুরু করে পণ্য বাজার জাত কিভাবে করতে হবে সেটি সম্পর্কে ধারনা দেওয়া হচ্ছে। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে বিষমুক্ত খাওয়ার উৎপাদন করতে হবে।প্রশিক্ষিত কৃষক- কিষাণীদের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা- প্রকল্প এলাকার মধ্যে ছড়িয়ে দেয়া।উদ্ধাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি- পণ্য মূল্য শৃঙ্খল তৈরিতে কার্যকর ব্যবস্থা করা।সকল পি এফ এস কে ফার্মার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা।পার্টনারের প্রযুক্তি ও কলা কৌশল সমূহের টেকসহ প্রদান করা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিঃ পরিচালক (শস্য) ইকবাল আহমেদ, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সমবায় কর্মকর্তা করিমুল ইসলাম, বিএনপির নেতা এড নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা প্রমুখ। উন্মুক্ত বক্তব্যে বলেন, বর্তমান সময়ে উন্নত কৃষি ব্যবস্থা চালু করে হয়েছে। গুণাগত মানসম্মত ফসল উৎপাদন করে স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে পাঠাতে হবে। বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য কৃষকদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। নিরাপদ খাবার বাজারজাত করতে পারলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। পার্টনার কংগ্রেস স্কুলে সীমিত কৃষক সম্পৃক্ত থাকলেও এটি সকল কৃষকের জন্য উন্মুক্ত।কৃষকদের পার্টনার কংগ্রেস স্কুল থেকে ফসল উৎপাদন সম্পর্কিত সকল পরামর্শ প্রদান করা হয়।পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সদর উপজেলা অতিঃ কৃষি কর্মকর্তা প্লবনী সরকার।
“বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য কৃষকদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে”…..পাটনার কংগ্রেসের মতবিনিময় সভায় বক্তারা
১৯১
পূর্ববর্তী পোস্ট