বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬শে মার্চ বুধবার দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সব সরকারি, অধা—সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া নির্বাহী অফিসার কে, এম আবু নওশাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ রাশেদুল আলম, উপস্থিত ছিলেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়া কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের প্রশাসকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষকগণ, ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কচুয়া উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মাও. মোঃ শহিদুল্লাহ। পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষক সমীর বরণ পাইক।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজে কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম স্থান অধিকার করেন। এদিন উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামন করে বিশেষ দোয়া ও উপাসনা করা হয়। এতিমখান, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসূচির মাধ্যমে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
৭৮
পূর্ববর্তী পোস্ট