Home » ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬৩ ভিউস

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহর ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে শুক্রবার জুম্মার পর শহরের খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে বিক্ষোভ মিছিলে শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের শহর শিবিরের সভাপতি আল মামুন। তিনি বলেন, ”যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসরায়েল বাহিনী সেহেরীর সময় শত শত ফিলিস্তিনি ভাই—বোনকে হত্যা করেছে । ফিলিস্তিনির এই দুর্দিনে আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে । যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হত্যাকান্ড করায় নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলী বাহিনী ফিলিস্তিনে হামলা করে গোটা বিশে^র মুসলমানদের অস্তিত্বে আঘাত করেছে। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পাশে থাকতে চাই। ফিলিস্তিনিদের পূণ্যভূমিতে আর কোন হত্যাযজ্ঞ দেখতে চাই না। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে। উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি এড. আবু তালেব, আনিছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক নূরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্র শিবির সহ ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।