শহিদুল ইসলাম শহিদ: ঢাকায় বিমান দুর্ঘটনায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাব ও নিসচার যৌথ উদ্যোগে সংগঠনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সম্পাদক মীর আবু বকরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ও নিসচা সাতক্ষীরা শাখার সম্পাদক এস এম মহিদার রহমান, সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি ও দি ডেইলি এক্সপ্রেসের সাতক্ষীরা প্রতিনিধি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু প্রমুখ।দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই দুর্ঘটনা শুধু একটি সংবাদ নয়, এটি জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। শহীদদের আত্মার মাগফেরাত এবং তাঁদের পরিবারের ধৈর্যের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন এ দূর্ঘটনায় নিহত সকলকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। পাশাপাশি আহতরা সুস্থ হয়ে তাদের পরিবারের মাঝে ফিরে যেতে পারে এ কামনা করি।এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সহ সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি, জাতীয় সাংবাদিক সোসাইটির সাধারন সম্পাদক নাজমুল আলম মুন্না, দপ্তর সম্পাদক সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, কার্যকরী সদস্য দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দি ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, সদর উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম পান্না, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার মোঃ দেলোয়ার রহমান, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, পাক্ষিক নির্ভীক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন জনি, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াইজক্রুনি সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, নিসচার অন্যান্য সদস্যবৃন্দ, সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আবুল হোসেন।
ঢাকায় বিমান দুর্ঘটনায় শহীদদের স্মরণে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব ও নিসচার দোয়া অনুষ্ঠান
৩৭
পূর্ববর্তী পোস্ট