স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় টায়ার জালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার বিকালে শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা জড়ো হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মীরা স্লোগান দিতে থাকে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার।গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আলীগের আস্তানা এই বাংলায় রাখবো না। আলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আলীগের ঠাঁই নাই সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ আরাফাত রহমান, মুখপাত্র মোহিনী তাবাসসুম,সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, ইমরান হোসেন,নাঈম বাবু,রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ। একই সাথে আগামীকাল বেলা ১১ টায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
৪৯