Home » সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

স্টাফ রিপোর্টার : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতকে ঘিরে সাতক্ষীরার ২০৩ কিলোমিটার সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছিল। তবে, বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরছে সীমান্ত বাসীর মাঝে।
বিজিবির দেয়া তথ্য মতে, সাতক্ষীরায় ৩৬ কিলামিটার ডাঙ্গা ও বাকি ১৬৭ কিলামিটার নদী সীমান্ত পথ রয়েছে । সীমান্ত রক্ষায় অতদ্র প্রহরী হিসবে রয়েছে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও শ্যামনগরের নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন। নীরব নজরদারির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে । একইসাথে এলাকাবাসীও সজাগ রয়েছেন ।
সীমান্ত ইউনিয়ন ভোমরার চেয়ারম্যান গাজী ইসরাইল হোসেন জানান, ভারত—পাকিস্তানের মধ্য বিরোধ থাকলেও এই সীমান্ত এখনও স্বাভাবিক। যদি বিএসএফ কাোন রকম তৎপরতা দেখায়, তাহলে বিজিবিকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
সাতক্ষীরা¯ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উপ—অধিনায়ক ক্যাপ্টেন সাদমান জানান, টহল তৎপরতার জন্য সীমান্ত জনবল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে ।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরা দক্ষিণ—পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা। এ জেলার বিপরীতে ভারত অংশের সীমান্ত এলাকায় যোগাযাগ ব্যবস্থা ভালো। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সাতক্ষীরা সীমান্তে ও যাোগাযাগ ব্যবস্থা ভালো করতে হবে।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।