স্টাফ রিপোর্টারঃ অবশেষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ কবির হোসেন আকন। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মোঃ কবির হোসেন আকনের হাতে দায়িত্বভার হস্তান্তর এবং ফুলের শুভেচ্ছা জানান। দায়িত্বভার হস্তান্তর কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) অহিদা সুলতানা, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম, মোঃ মমতাজ হোসেন সহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক কবির হোসেনের যোগদান
৭১
পূর্ববর্তী পোস্ট
