Home » সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১১ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজিঃ ১১৫৫) ও ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজিঃ ১১৫৯) নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের আয়োজনে আলিপুর ইউপি চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব আব্দুর রউফের সভাপতিত্ব বক্তব্য রাখেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হবি, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হাসান, সাধাঃ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার আবু মুসা তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শপথ পাঠ করান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ভোমরা সি এন্ড এফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশন সভাপতি ও সহকারী নির্বাচন কমিশনার পরিতোষ ঘোষ,ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে সাধাঃ সম্পাদক মোঃ নিজামউদ্দিন নিজাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধাঃ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন প্রমুখ। সমাপনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ বলেন, ভোমরা শ্রমিক ইউনিয়নের সুন্দর নির্বাচন দেওয়া চ্যালেঞ্জ ছিল। আমি সকলের সহযোগিতায় নিরপেক্ষ ও সুন্দর নির্বাচনের উপর দিয়েছে। ভোমরা বন্দরে মালামাল আমদানি রপ্তানি বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পেলে এই নির্বাচনের সার্থকতা পাবে। নির্বাচিত নেতৃবৃন্দ সবসময় শ্রমিক ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন। সকলে মিলে মিশে ভোমরা বন্দরকে আধুনিকবন্ধরে গড়ে তুলতে হবে।ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে নির্বাচিত হন সভাপতি মোঃ এরশাদ আলী, সাধাঃ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হারান চন্দ্র ঘোষ, সাধাঃ সম্পাদক মোঃ হারুনার রশিদ সহ কমিটির নেতৃবৃন্দ। এ সময় ভোমরা বন্দরের দুটি শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।উল্লেখ্য,গত ২ আগস্ট উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী নির্বাচন কমিশনার মোঃ আসাদুর রহমান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।