স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী এড মোঃ আব্দুস সালাম খান সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সভায় সাবেক ছাত্রনেতা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড মোঃ আব্দুস সালাম খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা মাধ্যমে ছাত্রদলের রাজনীতি শুরু করেছি। বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছি।যখন দেশে কোন স্বাধীনতা ছিল না। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে একাধিকবার কারাগারে গিয়েছিলাম। মুক্তি পেয়ে আবারো হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নিই। তিনি আরো বলেন, দীর্ঘদিন সাধারণ মানুষের আইনী সেবা দিয়ে আসছি। এখন জন প্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চাই। দল যদি সুযোগ দেয় তবে মানুষের কল্যাণে কাজ করে যাব। সাতক্ষীরা জেলা সহ শ্যামনগরে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। সুন্দরবনের প্রবেশদ্বার শ্যামনগরকে পর্যটন শহর ঘোষণা করা জরুরি। সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে সাতক্ষীরার রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন সহ সবকিছু করা হবে। তিনি বিএনপি’র ৩১ দফা সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান।সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড আব্দুস সালামের মতবিনিময়
২৪