স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা বিএনপির সার্চ কমিটি বাতিলের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা বিএনপির সাধারণ নেতা কর্মীদের আয়োজনে মঙ্গলবার বিকেলে ৫ টায় সাতক্ষীরা পরিবহন কাউন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের হাটের মোড়ে এসে শেষ হয়। পরে হাটের মোড়ে অবস্থিত বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধাঃ সম্পাদক শের আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত নেতাকর্মীদের সার্স কমিটিতে স্থান হয়নি। আওয়ামী লীগের দোসর ও আমাদের কর্মীদের হয়রানিকারীদের দিয়ে কমিটি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দলের দুঃসময়ের পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতাদের দিয়ে যে সার্স কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি বাতিলের জোর দাবি জানান বক্তারা।এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, আরিফ হোসেন,আলমাস, আমিরুজ্জামান বাবু , শহিদুল ইসলাম,সোহরাব হোসেন বাবু,সেলিম, জাকির হোসেন,শ্রমিক নেতা রেজাসহ সদর ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা বিএনপির সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
১৫