স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল,সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড শাহ আলম,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমেদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, এলজিইডি নিবার্হী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, পৌর সভার সিইও ইসতিয়াক আহমেদ, জেলা পরিষদের সিইও সঙ্বব দাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা,ইসলামিক ফাউন্ডেশন ডিডি মোঃ মেহেদী হাসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক মোঃ আব্দুল বারী,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিডি মোঃ মিজানুর রহমান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্যা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহিনী তাবাসসুম, টিআই শাহব উদ্দিন,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সহ সকল উপজেলা নিবার্হী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা
১৫৪
পূর্ববর্তী পোস্ট