Home » সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর উপর আলোকপাত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপঙ্কর দত্ত। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভোক্তা—অধিকার আইন, ভেজাল খাদ্য ও পণ্য চিহ্নিত করার উপায়, ন্যায্য দামে পণ্য ক্রয় করার কৌশল এবং কোনো প্রকার প্রতারণার শিকার হলে প্রমানক সংরক্ষণ ও অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সেমিনারের শেষে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা ও বিজয়ী ৩ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী লিফলেট, বুকলেট, ভিজিটিং কার্ড, পেন, পেন্সিল ও স্কেল সরবরাহ করা হয়। উক্ত সেমিনার ও কুইজ পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।