স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা আইনজীবী সমিতির লিফটের উদ্বোধন করা হয়েছে। আইনজীবী সমিতির চত্বরে রবিবার সকাল ১০ টায় সমিতির সভাপতি এড এম শাহ আলমের সভাপতিত্বে এবং সাবেক সাধাঃ সম্পাদক এড তোজাম্মেল হোসেন তোজামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলাও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম।তিনি ফিতা কেটে লিফট উদ্বোধন কালে বলেন ,যেখানে প্রযুক্তিতে সারাদেশ এগিয়ে চলেছে সেখানে সাতক্ষীরা কেন পিছিয়ে থাকবে। এই লিফটা আইনজীবী, আইনজীবী সহকারী এবং সাতক্ষীরা ২২ লক্ষ মানুষের উপকারে আসবে।আজ থেকে আইনজীবী ও সেবা প্রার্থীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে। সাতক্ষীরা আইনজীবী সমিতির উন্নয়নে সহযোগিতা করে যাবো। ডিসেম্বরের মধ্যে সাতক্ষীরা আইনজীবী সমিতি সহ আদালতসমূহে দৃশ্যমান উন্নয়ন দেখতে পারবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা ও দায়রা জজ প্রথম আদালত শরিফ মোঃ সানাউল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি এড শেখ আব্দুস সাত্তার, জিপি এড অসীম কুমার মন্ডল, আইনজীবী সমিতির সাধাঃ সম্পাদক এড ইমদাদুল ইসলাম, সহ-সভাপতি এড এম আবু বকর, সাবেক সহ-সভাপতি এড বাসারাতুল্লাহ, যুগ্ম সাধাঃ সম্পাদক এড আলহাজ্ব নুরুল আমিন প্রমূখ। এছাড়া বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ সাতক্ষীরা আইনজীবী সমিতির লিফট উদ্বোধন করছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ।
সাতক্ষীরা আইনজীবী সমিতির লিফটের উদ্বোধন
৬৪
পূর্ববর্তী পোস্ট