স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের শুভেচ্ছা ও ঈদ উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক প্রদত্ত ও সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের মাঝে ক্রেস্ট,নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করেন। এ সময় পুলিশ সুপার বলেন,বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম কর্তৃক সাতক্ষীরার ৩ জন কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের উপহার প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে এমন মহৎ উদ্যোগ। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবার ঈদের পূর্বে উপহার সামগ্রী পেয়ে নিঃসন্দেহে উপকৃত হবেন। জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যরা শুভেচ্ছা, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী পেয়ে আইজিপি ও পুলিশ সুপার কে ধন্যবাদ জানান। সম্মাননা ক্রেস্ট পেলেন যারা সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের জীবন উৎসর্গকারী এএসআই সাইফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন,তালা উপজেলা ডামুরিয়া গ্রামের জীবনের উৎসর্গকারী এসআই মোঃ আব্দুল মিন্টু হোসেন স্ত্রী মোসাঃ তাসলিমা আক্তার,দেবহাটা উপজেলার মোহাম্মাদালীপুর গ্রামের জীবন উৎসর্গকারী কনস্টেবল মীর মোস্তাজ আলী স্ত্রী নাহিদা আক্তার।এসময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম।
সাতক্ষীরায় আইজিপি কর্তৃক ঈদ উপহার প্রদান করলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম
৮২