শহিদুল ইসলাম শহিদ : সাতক্ষীরায় রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকারের বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিস মো. জাহারুল ইসলাম টুটুল , যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীব কুমার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, ওজোপাডিকো সাতক্ষীরার সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জোহা কিরণ প্রমুখ।
চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ও দেশের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানসহ সরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় সরকারি নির্দেশনা মোতাবেক সোলার প্যানেল স্থাপন করতে হবে সভায় জানানো হয়। সে লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা
২
পূর্ববর্তী পোস্ট