মীর আবু বকরঃ সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ আরাফাত হোসাইন। এসময় বক্তারা বলেন-ইত্তেফাক একটি পুরাতন ও ঐতিহ্যবাহি পত্রিকা। দেশ ও জনগণের কল্যাণে পত্রিকাটি দীর্ঘদিন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। বক্তারা পত্রিকার উত্তোরাত্তর সফলতা কামনা করেন। একই সাথে প্রতিনিধি জি,এম মনিরুল ইসলাম মিনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহি কমিটির যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব,সদস্য মীর আবু বকর,মীর মোস্তফা আলী,এস এম রেজাউল ইসলাম, এবিএম মোস্তাফিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটে দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধাঃ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।
সাতক্ষীরায় দৈনিক ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
১০১
পূর্ববর্তী পোস্ট
