স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান কালে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম,জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম,জুলাই আন্দোলনে আহত মোঃ জিলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল। এদেশের রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল। মানুষের বাক স্বাধীনতা হরণ করা রীতিমতো গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই আন্দোলনে বহু মানুষের জীবন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য ছাত্র-জনতা। তাদেরকে আমরা স্মরণ রাখবো।অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় শহিদ পরিবারের সদস্য,আহত যোদ্ধা,সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জুলাই শহিদ ও যোদ্ধা সম্মাননা ক্রেস্ট প্রদান
১৬৭
পূর্ববর্তী পোস্ট