Home » সাতক্ষীরার স্বাস্থ্য সেবা প্রদানের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসডি হাসপাতালে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরার স্বাস্থ্য সেবা প্রদানের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসডি হাসপাতালে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার স্বাস্থ্য সেবা প্রদানের অনন্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসিড হাসপাতাল। জেলাবাসীর উন্নত সেবা প্রদানের ব্রতনিয়ে এক যুগ পূর্বে প্রতিষ্ঠিত হাসপাতালটি মানুষের আস্থার পাত্র হিসাবে পরিচিত লাভ করেছেন। প্রতিষ্ঠানটি ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটলেও বর্তমানে অপারেশন সহ সকল চিকিৎসা সেবা প্রদান করছে। সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আন্তরিকতা ও সুমিষ্টি আলাপচারিতায় রোগীদের মন কাড়তে সক্ষম হয়েছে। সাতক্ষীরার রোগীদের আস্থা অর্জনের পাশাপাশি জেলার পার্শ্ববর্তী এলাকার রোগীদের ডিজিটাল হাসপাতালে আকর্ষণ বেড়েছে। এখানে সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, ইসিজি, ইইজি এবং বিভিন্ন ধরনের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এই সেন্টারটি রোগ নির্ণয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।প্রতিষ্ঠানটি এক যুগ পেরিয়ে ১৩ তম বছরে পদার্পণ করায় বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবাসটি পালন করেছেন। বৃহস্পতিবার সকালে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এমডি কেএম মুজাহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বর্ণিল সাজে সদর হাসপাতালের সামনে ডিজিটাল ভবন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট সংলগ্ন এসডি হাসপাতালে শেষ হয়। পরে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবাসটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, সায়েন্টিফিক অফিসার মোঃ শামীম ইকবাল, ম্যানেজার মোহাম্মদ আব্দুল মালেক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশেক বিল্লাল, মার্কেটিং উপদেষ্টা গাজী রেজাউল করিম, মার্কেটিং ইনসোর্স সাঈদী ইকবাল রিপন, পদ্মা প্রেসের মালিক শেখ জাহিদুর রহমান সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ডিজিটাল হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

ক্যাপসানঃ সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসিড হাসপাতালের এমডি কেএম মুজাহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।