স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা রসুলপুর পশ্চিমপাড়া বয়স্কদের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।রসুলপুর পশ্চিমপাড়া বয়স্ক সিরাজুল ইসলাম রাজু ও আব্দুল মজিদের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার বাদ জুমা প্রতি বছরের ন্যায় এবারও রসুলপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন বাড়িতে বোনভোজনে উপলক্ষে সকাল থেকে সাজ সাজ রব বিরাজ করছিল। প্রতি বছরের শীতকালে বিভিন্ন বয়সের মানুষ বনভোজন করে থাকেন। কেউ পরিবারের সদস্যদের নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ভ্রমণ করেন। সমার্থ অনুযায়ী বনভোজনের আনন্দ সকলের উদযাপন করেন। যাই হোক আমি বলছিলাম এই এলাকার বয়স্ক মানুষের আনন্দের কথা। জুম্মার নামাজের পর ষাট উর্দ বয় বৃদ্ধ মানুষের উপস্থিত হতে শুরু করে। অপরের সাথে খোশগল্পে মেতে ওঠেন।খাবারের পূর্বে বয়স্কদের মিলনমেলায় পরিণত হয়। আনন্দ উৎসবের কোন বয়সের প্রয়োজন হয় না। উৎসব করতে কে না চায়। এক পর্যায়ে সকলে সুশৃংখলভাবে টেবিলে খেতে বসেন। লোভনীয় খাবারের পাশাপাশি ছিল হরেক রকমের ভর্তা, সালাত। ব্যবস্থাপক রাজু জানান, প্রতিবছর ন্যায় এবারও আমরা বনভোজনের আয়োজন করেছি। শুরু থেকে আমরা শুরু থেকে যারা জড়িত ছিলাম অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। এলাকার কিছু তরুণ আমাদের এই কাজে সাহায্য করছে। সকলের সহযোগিতায় প্রতি বছর আমরা এটি অব্যাহত রাখতে চাই। এবার বনভোজনের এই এলাকার ১৪০ জন বয়স্ক মানুষ অংশগ্রহণ করছেন।
সাতক্ষীরার রসুলপুরে বয়স্কদের বনভোজন
৫৭
পূর্ববর্তী পোস্ট
