স্টাফ রিপোর্টার : ভারতে পাচারের সময় সাতক্ষীরার বিনেরপোতা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৭ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ ইউনুছ হাওলাদার নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সদর উপজেলার বিনেরপোতা ট্রাফিক বক্সের সামনে থেকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারী ইউনুছ হাওলাদার (৫৫) রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা জানান, ভারত পাচারের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে পরিবহন যোগে স্বণের্র একটি বড় চালান সাতক্ষীরা সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম শহরের অদূরে বিনেরপোতা এলাকায় অভিযান চালায়। এসময় সেখানকার বাইপাস সড়কের ট্রাফিক বক্সের সামনে পরিবহন থেকে নামার পর উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার ও নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯১.২৫ গ্রাম। যার বাজার মুল্য ৩৭ লাখ ৬৭ হাজার ২৮ টাকা। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।
সাতক্ষীরার বিনেরপোতা থেকে দুটি স্বর্ণের বারসহ এক চোরাকারী আটক
১৬৬
পূর্ববর্তী পোস্ট