স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক ২১ শে পদক ও ইয়্যুথ ভলান্টিয়ার পদক প্রাপ্ত সাতক্ষীরার কৃতি সন্তান আফঈদা খন্দকার প্রান্তি এবং মহাত্বা গান্ধী শান্তি পদক প্রাপ্ত জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধাঃ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা বুধবার রাতে শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটিরি সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীয়া সংগঠক হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধাঃ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সাধাঃ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক জুম্মা সাধাঃ সম্পাদক সাইদুর রহমান শাহিন, হাফিজুর রহমান খান বিটু প্রমুখ। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ইমাজিং স্পোর্টস কমেন্টেটরস পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস প্রদান করা হয়। অ্যাসোসিয়েশন খুলনা বিভাগ এ সময় জেলার ক্রীড়াঙ্গনের খেলোয়াররা, নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান।
সাতক্ষীরার কৃতি সন্তান প্রান্তি ও রিপনের সংবর্ধনা
১১
পূর্ববর্তী পোস্ট