Home » সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদপানে মৃত-২,গুরুতর অসুস্থ ৯জন

সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদপানে মৃত-২,গুরুতর অসুস্থ ৯জন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪৬ ভিউস

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির কাঁদাকাটি ইউনিয়নের মিত্রতেতুলিয়া গ্রামে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর অসুস্থ হয়েছে আরো ৯ যুবক। এর মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরাতে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে তাদের মৃত্যু হয়। এর আগে মদপানের ঘটনাটি ঘটেছে ঈদের দিন রাতে (গত সোমবার রাতে) আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের মোকামখালী স্লুইচ গেট সংলগ্ন শশ্নানঘাট এলাকায়।
মদপানে মৃত দুই যুবক হলো, মিত্র তেতুলিয়া গ্রামের সোহারাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৫) ও একই গ্রামের জাফর খাঁর ছেলে টিটু খাঁ (৩৩)।
মদপানে অসুস্থরা হলো, ইকবাল, রবিউল, ইমরান, তুহিন গাজী, ফারুক হোসেন, লিপটন, আজিম শেখ, নাজমুল মোড়ল ও নাসির। এদের সবারই বাড়ি কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া, ব্রাক্ষ্মন তেতুলিয়া, আরার গোবিন্দপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ঈদের দিন রাতে (গত ৩১ সোমবার রাতে) তারা ১৫/২০ জন বন্ধু মিলে কাদাকাটি ইউনিয়নের মোকামখালী স্লুইচ গেট সংলগ্ন শশ্নান ঘাট এলাকায় আনন্দ উল্লাস করে মদপান করে। পরদিন নাজমুল, টিটু, ইকবাল, রবিউল, ইমরান, তুহিন গাজী, ফারুক হোসেন, লিপটন, আজিজ শেখ, নজিমুল মোড়ল ও নাসিরসহ ১১জন অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে নাজমুল ও টিটু গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। বাকী ৯ জনের মধ্যে ৪ জন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ৫জন স্থাণীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। গুরুতর অসুস্থ ৪ জনের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, দুই জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে সাতক্ষীরার সংগাম (বেসরকারী) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা: প্রসন কুমার জানান, উপজেলা স্বাস্থকমপ্লেক্সে একজন মারা গেছে। বাকি আরেকজন অন্য হাসপাতালে মারা গেছে।
আশাশুনি থানার ডিউটি অফিসার এস আই ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, মদপানে মৃত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবতীর্ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আরো জানান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।