Home » সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রাত্রা অনুষ্ঠিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৭৫ ভিউস

স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দির থেকে হাজার হাজার ভক্ত নিয়ে বর্ণাঢ্য রথযাত্রা মাসির বাড়ি শহরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে মিলিত হয়। সনাতন ধর্মের শাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্র নিজ বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বিভিন্ন লোভনীয় ফল মিষ্টি সহ বিপুল সংখ্যক ভক্ত কিন্তু সাথে থাকেন। সেখানে প্রায় এক সপ্তাহ অবস্থানের পর ভক্ত বৃন্দ নিয়ে পুনরায় নিজ বাড়িতে ফিরে যান। উদ্দেশ্য কলিযুগের ভক্তদের উদ্ধার করা‌।শ্রীশ্রী জগন্নাথদেবের কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি প্রতিদিন পূজা,অর্চনা, দুপুরে অন্নদান, সন্ধ্যায় ভগবত আলোচনা মাধ্যমে ব্যস্ত সময় পার করবে।শনিবার শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ফিরে যাবে। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত, রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক শংকর কুমার রায়, যুগ্ন আহবায়ক সমরেশ কুমার দাশ, সমীর কুমার বসু, অলোক কুমার তরফদার, সদস্য সচিব কিরণ্ময় সরকার, যুগ্ন সদস্য সচিব মিলন কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, ভৈরব কর্মকার, তপন কুমার কর্মকার, অসিত কুমার মল্লিক, মনোরঞ্জন কর্মকার মন্টু, নিমাই কর্মকার, উৎপল শাহ,সহ সাধু ,পন্ডিত, পুরোহিত ও হাজার হাজার ভক্তবৃন্দরা।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।